৩ বছর পার পিনাক ৬ লঞ্চ ডুবি-এখনো নিখোঁজ অনেকে
৩ বছর পার পিনাক ৬ লঞ্চ ডুবি-এখনো নিখোঁজ অনেকে
তিন বছর পার হয়ে গেল পিনা-৬ এর লঞ্ছ ডুবির ঘটনা।৩ বছর আগে ৪ই আগষ্ট পিনাক-৬ অতিরিক্ত যাত্রী বহন করায় দুবে যাইয় পদ্মার বুকে।লছ ডুবের পর সকারি ভাবে অনেক লাশ উদ্ধার হলেও এখনো মিলেনি অনেক লোকের লাশ।অপেক্ষায় স্বজনরা।এবং ক্ষোপ প্রকাশ করছে মারা যাওয়া মানুষের পরিবারের লোকেরা।
এখনো পর্যন্ত কমেনি লঞ্ছে অতিরিক্ত যাত্রীউঠানো।এখণো অনেক ছোট ছোট লঞ্ছ তাদের লোড এর চেয়ে বেশি যাত্রী নিয়ে বহন করে থকে।তবুও তার কোন পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ।
কিছু কিছু অসাধু লোকের কারনে এই সব ঘটনা ঘটে থেকে।অল্প কিছু টাকার জন্য তারা অতিরিক্ত যাত্রী বহন করে থাকে এবং অনেক সময় এই অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলে দুবে যায় লঞ্ছ।
সদর ঘাটে এখনো অনেক লঞ্ছ রয়েছে যাতে বহন করা খুবি ঝুকিপূ্র্ন।তবুও লঞ্ছ মালিক্রা সেই সব লছ মেরামত না করে যাত্রীনিয়ে পারিদেয় নদীর পর নদী।এই সন অকেজো লঞ্ছ গুলো পরিবর্তন করা হলে দূ্র্ঘটনা কমে আস্তে পারে বলে জানিয়েছেন অনেক যাত্রী।
অল্প কিছু টাকার জন্য যারা অতিরিক্ত যাত্রীবহন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে কমে যেতে পারে এমন সব দুঃখ জনক এবং বেদনা দায়ক দূর্ঘটনা।
ছোট ছোট লঞ্ছ গুলো বড় করলে কমে যেতে পারে দুর্ঘটনা।
নিখোজ পরিবারের মানুষদের দাবী এখন পর্যন্ত ১০০ মানুষের লাশ খুজে পাওয়া যায়নি।
No comments