চিন্তিত ভার্সিটিতে ভর্তি হওয়ার শিক্ষার্থীরা
চিন্তিত ভার্সিটিতে ভর্তি হওয়ার শিক্ষার্থীরা ।এবার বাংলাদেশের সকল বোর্ড এর HSC পরীক্ষার ফলাফল খুব খ্রাপ হওয়ায় শিক্ষার্থীরা কোন বিশ্বিদ্যালয়ে ভর্তি ্তা নিয়ে চিন্তিত।
গত বছরের তুলনায়,এবার HSC ফলাফল খুব ই খারাপ।শিক্ষার্থীদের দাবী তারা যেই ফলাফল করেছে ,সে অনুযায়ী তারা কেউ পরীখা দেয় নি।তারা ফলাফল ভালো করার মতই পরীক্ষা দেয়েছে। তবে শিক্ষাবোর্ড দাবী করছে।ছাত্র-ছাত্রী রা তাদের যোগ্যতা অনুযায়ী ফলাফল পেয়েছে।
এবার এর ফলাফলে অনেক শিক্ষারথীরা ঝড়ে পরবে।কারন ফলাফল খারাপ হওয়ায় পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যায়ে পড়ার শুযোগ হবে না অনেকেরি।
আর পড়ার শুযোগ হলেও ,শিক্ষার্থীরা তাদের মনের চাহিদা অনুযায়ী SUBJECT পেতে নাও পারে শুধুমাত্র ফলাফল খারাপ হওয়ার জন্য।
গত ৫ বছরের মধ্যে ই বছরেই সবচেয়ে পাসের হার কম।
এই বছর মোট শিক্ষার্থী ছিলো -১১,৬৩,৩৭০ জন।
পাস করেছে- ৮,০১,৭১১জন
পাসের হার-৬৮.৯১%
গত বছর পাসের হার ছিল-৭৪.৭০%
পাসের হার কমেছে-৫.৭৯%
এ বছর মোট GPA5 পেয়েছে -৩৭,৯৬৯জন
গত বছর মোট GPA5 পেয়েছে -৫৮,২৭৬জন
GPA5 পেয়েছে -২০,৩০৭জন
তবে যারা ভালো ফলাফল করেছে ,তারা আগামীতেও ভালো ফলাফল করবে,প্রত্যাশা সবার।
No comments