সংবাদ শিরোনাম

রিকশাচালকের ছেলে তুফান যেভাবে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন।


কিছু দিন আগে বগুরার এক যুবতি মেয়ে কে ধর্ষন করেন শ্রমীকলীগের নেতা "তুফান"।স্থানীর নাম তুফান সরকার।তুফানের আসল পরিচয় পাওয়া যায় যুবতি মেয়ে কে ধর্ষন করার পর।জানা যায় তুফান এক রিকশাচালকের ছেলে।তুফান তার এলাকার খুব নাম করা নেশা ব্যবসায়ী।বিভিন্ন প্রকারের নেশা দ্রব্য বিক্রি করেই আজ বিত্তশালী তুফান।বগুরার মেয়ে ও মা কে নির্যাতনের পর মাথা ন্যা্রা করে দেয়।পরে তাদের কে আরো বিভিন্ন প্রকারের নির্যাতন করা হয়।আস্তে আস্তে এই ঘটনা ছরিয়ে যাওয়ায় নির্যাতন কারিরা গাঁ ঢাকা দেওয়ার চেষ্টা করে।কিন্তু এলাকাবাসীর সাহায্যে পরে পুলিশ তাদের গ্রেফতার করে।এই ঘটনায় আরো জরিত ছিলো বগুরার ৩টি ওয়ার্ড এর কাউন্সিলর "রুমকি"।গ্রেফতার হওয়ার পর যানা জায়, পুলিশ তাদের কে রিমান্ডের জন্য আদালতের কাছে আপিল করবে বলে জানা গেছে।




x

No comments