রাজধানীতে আবার জঙ্গী হামলা/The militant attacks again in the capital.
রাজধানীতে আবার জঙ্গী হামলা।/The militant attacks again in the capital.
রাজধানীর পান্থ পথে একটি হোটেলে আবার জঙ্গী হামালা হয়েছে আজ সকাল সাড়ে ১০টার দিকে।
হোটেল থেকে প্রথমে একটি বোমা বিস্ফোরন হয় পরে পুরো এলাকা বাসী আতংকে এবং ভয়ে থাকে।ঐ হোটেলে এক জন ব্যাক্তি আগে থেকেই বিভিন্ন অস্ত্র ও বোমা নিয়ে অবস্থান করছে এই খবর পায় গোয়েন্দা পুলিশ।গতকাল থেকেই ওই পান্থ পথের একটি হোটেলের চারদিকে গেরাও দিয়ে রাখে ।আজ সকাল সাড়ে ১০ টার দিকে ওই হোটেল থেকে বোমা বিস্ফোরনের আওয়াজ পাওয়া জায়।আবং কিছুক্ষন পরে প্রচন্ড গুলির শব্দ হয় ঐ বিল্ডিং থেকে।তখন বিভিন্ন বাহিনী এলাকাটির নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান করে,
বোমা হামলায় ঐ বিল্ডিং এ আগুন ধরে যায়,ফায়ার সার্ভিস ঐ আগুন ধরা জায়গায় পানি দিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করছে।
No comments