তিস্তা নদীর বাঁধ আজ বিকালে ভেঙ্গে গেছে।/Teesta river dam is broken this afternoon.
তিস্তা নদীর বাঁধ আজ বিকালে ভেঙ্গে গেছে।/Teesta river dam is broken this afternoon.
.
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় (ইউএনআরসিও) ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ গবেষণা কেন্দ্রের (জেআরসি) বৈশ্বিক বন্যা সতর্কতা পদ্ধতির (গ্লো-এফএএস) বিশ্লেষণ করে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলগুলোতে ১১ আগস্ট শুক্রবার থেকে পানি বাড়ছে এবং ১৯ আগস্ট পর্যন্ত এই পানি ভাটির দিকে প্রবাহিত হবে। ২১ আগস্ট অমাবস্যা। গত ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে ব্রহ্মপুত্রের অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হবে।
.
অনেকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এবারের বন্যা ১৯৮৮ সালের থেকেও ভয়াবহ হবে। সবাই পর্যাপ্ত চাল, ডাল, লবন, আলু, তেল সবাই সংগ্রহ করে রাখেন। মনে রাখবেন, কেউ আপনাদের সাহায্য করতে আসবে না। কেউ না। বন্যা হলে সারা বিশ্ব থেকে ত্রান আসবে। হাজার হাজার কোটি টাকা সাহায্য আসবে। নেতারা থাকবে ত্রানের চাল মারার ধান্দায়। আমরা দেখি জনদুর্ভোগ আর তারা দেখে টাকা আর টাকা। দুই একবার ফটোসেশন হবে ত্রান দেওয়া নিয়ে কিন্তু বাস্তবে কেউই কিছু পাবে না। নিজের চিন্তা নিজেকেই করতে হবে।
.
আমি সবাইকে লেখাটি শেয়ার করার অনুরোধ করছি।
No comments