কাকরাইল গির্জার প্রধান উদ্ধার-গ্রেফতার টঙ্গী কলেজের ছাত্রলীগ নেতা
সোমবার কাকরাইল গির্জার প্রধানকে উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। গ্রেফতার টঙ্গী কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ ।গির্জার প্রধানকে অপহরন করে তার পরিবারের কাছ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়।প্রযুক্তির সহয়তায় ঐই এলাকায় অভিযান আলানো হয় এবং তাদের কে একটি পরিতেক্ত বাড়ী থেকে উদ্ধার করা হয়।সৌরভ কে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসা বাদ করলে সে আই সব কথা বলে।
No comments