সংবাদ শিরোনাম

পরিচালক সহ নায়ক সাকিব খানের বিরুদ্ধে মামলা-অটো রিক্সা চালকের

রাজনীতি ছবির উল্লেখ করা এক ফোন নাম্বার নিয়ে তুল-কালাম শুরু হয় গেছে হবিগঞ্জে । রাজনীতি ছিনেমায় যে নম্বরটি সাকিব খান ব্যাবহার করেছেন তা মিলে যায় হবিগঞ্জের এক অটো রিক্সা চালক ইজাজুলের ফোন  নাম্বারের সাথে।পরে সাকিব ভেবে ফোন আসতে থাকে একের পর এক সাকিব ভক্তদের। দেখাদেয় পারিবারিক কলহ ,শেষ পর্যন্ত আজিজুল আদালতে মামলা করেন সাকিবের বিরুদ্ধে এবং ৫০ লক্ষ টাকার মান হানি মামলা করেন আজিজুল।ঐ ফোন নাম্বারের কারনে আজিজুলের বাড়িতে খুলনা থেকে এসে পরেন এক সাকিব ভক্ত মেয়ে,পরে আজিজুলের স্ত্রী তার বাবার বাড়ী চলে যান,এর পরেই আজিজুল আদালতের সহায়তায় এই মামলাটি করেন। 
আদালত মামলাটি  আমলে এনে ,গোয়েন্দা পুলিশকে তদন্তকরে আদালতকে জানাতে বলেছেন।
এই মামলার শুনানি নির্ধারণ করা হয়েছে ১৮ই ডিসেম্বর

No comments