সংবাদ শিরোনাম

চুরান্ত হয়েছে পদ্মা সেতুর ১০২টি পাইলিং এর নকশা


চুরান্ত হয়েছে পদ্মা সেতুর ১০২টি পাইলিং এর নকশা ,যাজিরায় কাজো শুরু করে দিয়েছেন প্রকৌশলীরা টাঞ্জিশন পিলারের কাজ শেষ হলে ,মাওয়া প্রান্তেও দৃশ্যমান হবে পদ্মা সেতু ,পদ্মা সেতু নির্মানের জন্য আগামীবাজেটে ৫০০০কোটি টাকা বরাদ্ধ্যো চেয়েছেন কর্তৃপক্ষ।


পদ্মা সেতু জন্য বিভিন্ন প্রকার যন্ত্র-পাতি আনাহচ্ছে চীন থেকে।নির্মান কাজ ভালোই চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।দ্মা সেতু নিরমানের কাজের গতি বাড়ানো উচিত বলে মনে করেন সেতু বিভাগের।


তবে অতি দ্রুত সময়ে পদ্মা সেতু কোন সমস্যা ছারা  নির্মান াজ শেষ করা হবে ।তবে চলতি বছরের বাজেটে ৫০০০ টাকা বরাদ্ধ হলে নিরমান কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে মনে করেন কর্তৃপক্ষ।


চীন থেকে বিভিন্ন পিলারের যন্ত্রংশ ক্ষূদ্র ক্ষুদ্র আকারে বাংলাদেশে এনে তা যোরা দিয়ে কাজে লাগানো হচ্ছে।খুব ভালো ভাবেই পদ্মা সেতু নির্মান  ্কাজ হচ্ছে বলে জানিয়েছেন সেতু বিভাগ।


No comments