সংবাদ শিরোনাম

ভন্ড আহসান হাবীব পিয়ার গ্রেফতার

জী্ন ভুত তারানোর নামে তরুনীদের সাথে শারীরিক সম্পর্ক রা এবং সেই ছবি করে black mail করা।রাজধানীর এমন কু-কর্ম রে আসছিলো ভন্ড আলেম "আহসান হাবীব পিয়ার"।শুধু তাই নয় দুরা-রজ্ঞ ব্যধী রোগে আক্রান্ত  রোগীকে সাহায্য করার নামে অনলাইনে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তা নিজে আত্তষাধ করতো "পিয়ার"। এসব কর্ম কান্ড চালাতো সামাজিক গনমাধ্যম ব্যবহার করে,এই প্রতারক নিজেকে ফ্রিলেঞ্চার সাংবাদিক মনে করেন। 

হসান হাবীব পিয়ারের নামে বিভিন্ন প্রকার অভিযোগ থাকলেও,কেও তার নামে অভিযোগ করতে সাহস পেত না।কারন এই প্রতারক অতি অল্প সময়ে মানুষের মন জয় করে নিয়েছে।তাই তার বিরুদ্ধে কোন অভিযোগের কোন প্রমান না থাকায় কেও তার বিরুদ্ধে অভিযোগ করতো না।
এই ভন্ড প্রতারক সামাজিকমাধ্যমে বিভিন্ন মেয়েকে  প্রেমের প্রস্তাব দিয়ে মেয়েদের সাথে সারীরিক সম্পর্ক করে।এবং সেই সম্পরকের ভিডিও করে ,মেয়ে দের কে ভয় দেখিয়ে অনেক টাকা পয়সা আদায় করে থাকে এই ভন্ড প্রতারক।
এসব অভিযোগের কারনে,ডিবি পুলেশের অনুসন্ধানে খুজে বের করা হয় তাকে।এবং তার বাসায় তাকে গ্রেফতার করা হয়।সার্চ রা হয় তার ব্যাংক একাউন্ট ,তার লেপ্টপ,তার আলমারি। এসব থেকে বেরিয়ে আসে তার আসল রুপ।বিভিন্ন মেয়ের সাথে করা শারীরিক সম্পর্কের িডিও পাওয়া যায় তার লেপ্টপে।অনেক টাকা পাওয়া জাও ইয়ার আলমারি তে,যার হিসাব আহসান হাবিব পিয়ার দিতে পারি নি।
পরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায় এবং সাথে তার লেপটপ ও তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

No comments