গত মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডনে জান বেগম জিয়া।২ মাস তিনি লন্ডনে থাকবেন বলে জানা গেছে।এবং তিনি লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন। বেগম জিয়া লন্ডনে পৌছেনোর পর,লন্ডনে আওামীলীগ,ছাত্রলীগ,এবং যুবলীগের বিক্ষোপের মুখে পরেন বেগম জিয়া।এই বিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি;র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম জিয়া লন্ডনে যাবার একদিন পরেই গুঞ্জন শোনা জায়,তিনে দেশে ফিরলেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি,ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বেগম জিয়া তারেক রহমানের সাথে আলোচনায় বসেছেন বলে জানা জায়।তারেক রহমানের কাছে কিছু ছাত্রদলের নউতুন কমিটিতে যারা আস্তে পারে তাদের নাম ইতি মধ্যে দেওয়া হয়েছে।
তারেক রহমান নিজে এবার ছাত্রদলের কমিটি দিবেন বলে জানা গেছে।যাদের নাম তার কছে আছে তার থেকে বাছাই করার পর পরই ,ছাত্রদলের কমিটি ঘোষনা দেওয়া হবে।
তবে কাদের নাম দেওয়া হয়েছে তা এখনো পর্যন্ত জানা জায়নি।তবে কিছু কিছু নাম সবার মুখেই শোনা জাচ্ছে,যারা নতুন কমিটিতে শীর্ষ স্থানে থাকতে পারেন।তাদের মধ্যে রয়েছে বর্তমান কমিটির সধারন সম্পাদক আক্রাম-উল-হাসান।আবং ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি র নাম।
তবে জানা গেছে ,জারা বিগত আন্দলোনে রাজপথে থেকে ছিলেন।তাদেরকে নিয়েই এবার ছাত্রদলের কমিটি ঘোষনা দেওয়া হবে।
লন্ডন সফরের শেষে বেগম জিয়া দেশে ফিরলে,হতে পারে ছাত্রদলের নতুন কমিটি।
Reviewed by Unknown
on
August 01, 2017
Rating: 5
No comments