সংবাদ শিরোনাম

বাবা হারানোর বেদনায় সন্তান কাঁদলেন,সবাইকেও কাঁদালেন -বাপ্পারাজ



বাবা হারানোর বেদনায় সন্তান কাঁদলেন,সবাইকেও কাঁদালেন 

বাবা হারানোর বেদনায় সন্তান কাঁদবেন, এটাই স্বাভাবিক। বাপ্পাও কাঁদলেন, সবাইকেও কাঁদালেন। তবে আজ দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাকের ছেলের অশ্রুসজল চোখে ছিল বেদনার চেয়েও আরও বেশি কিছু। ছিল ক্ষোভ, আকুতি এমনকি আর্তনাদও। গত বেশ কিছুদিন ধরে ঢাকার চলচ্চিত্রে যে সংকট, সেটির প্রসঙ্গ টেনে মঞ্চের সামনে বসা সবার প্রতি বাপ্পা অনুরোধ জানান, অন্তত তাঁর প্রয়াত বাবার কারণে হলেও যেন চলচ্চিত্রের এই অচলাবস্থার অবসান হয়।

২১ আগস্ট সোমবার না-ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ‘নায়করাজ’ রাজ্জাক। তাঁর স্মরণে শনিবার এফডিসিতে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।
এফডিসির ৮ নম্বর ফ্লোরে দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ। শুরুতে বাপ্পারাজ বক্তৃতা দিতে এলে পিনপতন নীরবতা নেমে আসে ফ্লোরে। বক্তব্যের শুরুতে সন্তান হিসেবে নিজ বাবা সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা আর সমালোচনার জবাব দেন একসময়কার জনপ্রিয় এ নায়ক। রাজ্জাক সমন্ধে কিছু ব্যাপারে মানুষের মধ্যে প্রচলিত ধারণাকে ভুল হিসেবে বলে বিষগুলো ব্যাখ্যা করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে চলচ্চিত্র অঙ্গনের চলমান জটিলতা নিয়ে ইঙ্গিত করে বাপ্পারাজ বলেন, ‘আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি, এ জন্য নোটিশ পাঠানোর দরকার নেই। শাকিব ভুল করেছে, এ জন্য বয়কট করার দরকার কী? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন?’

No comments