সংবাদ শিরোনাম

ভর্তির আবেদন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের / The application process for Dhaka University's student academy started in the year 2017-18



ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবেদন কা্র্যক্রম শুরু হয়েছে ।আবেদনের শেষ সময় ২৯ আগষ্ট রোজ মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অয়েবসাইটে বাকি খবর পাওয়া যাবে।সেই ওয়েবসাইট থেকেই আবেদন ফরম পুরন করতে হবে।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক  সোমবার দুপুরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রিয় ভর্তি কার্যালয়ে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি বলেন-এ বছর ১৫৩ টি সিট সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি আরো বলে গত বছর  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ছিট সংখ্যা ছিল ৬,৮০০ টি।এবার সেটা বাড়িয়ে করা হয়েছে ৭,০৫৩ টি।বরাবরের মতোই পরীক্ষার ফি ৩৫০ টাকাই রয়েছে। তিনি আরো বলেন- বিজ্ঞান-ক ইউনিটে রয়েছে ১,৭৬৫ টি,
কলা-খ ইউনিটে রয়েছে ২,৩৬৩ টি
ব্যবসায়-গ ইউনিটে রয়েছে ১,২৫০টি
সামাজিক বিজ্ঞান-ঘ ইউনিটের ১,৫৪০টি
চারুকলা-চ ইউনিটে ১৩৫ টি সিট রয়েছে।
উদ্বো্ধন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক এবং বিষিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন- ১৫ই সেপ্টেম্বর থেকে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে
১৫ই সেপ্টেম্বর-গ
১৬ই সেমটেম্বর-চ
২২ সেপ্টেম্বর-খ
২৩ সেপ্টেম্বর-চ অংকন
১৩ অক্টোবর -ক
২০ অক্টোবর-ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বলেছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক


ক-ইউনিট ভর্তি নির্দেশিকা ২০১৭-১৮
০৭-০৮-২০১৭
ক-ইউনিট ভর্তি নির্দেশিকা দেখতে PDF টি download দিন ঃ



খ-ইউনিট ভর্তি নির্দেশিকা ২০১৭-১৮ ০৭-০৮-২০১৭




অনলাইনে আবেদনের নিয়মাবলী ০৭-০৮-২০১৭
কেন্দ্রীয় ভর্তি অফিস






গ -ইউনিট ভর্তি নির্দেশিকা ,
২০১৭-১৮ ০৭-০৮-২০১৭



No comments