উত্তরা থেকে গ্রেফতার বাংলাদেশের পর্ন সাইটের মালিক /Owners of porn sites arrested from Uttara
বাংলাদেশের পর্ন সাইটের মালিক উত্তরা থেকে গ্রেফতার
বাংলাদেশের পর্ন সাই
টের মালিক উত্তরা থেকে গ্রেফতার । মালিকের নাম ফুয়াদ বিন সুলতান ।খারাপ ছবি ধারন,এন্টারনেটে প্রচার,ব্লাকমেইলিং সহ নানা ধরনের পর্ন গ্রাফির অভিযোগে গত মঙ্গল বার রাতে তাকে গ্রেফতার করে র্যাব । উত্তরার ৯ নম্বর সেক্টরের এক বাসায় অভিযান চালায় র্যাব,তখন তাকে হাতেনা হাতে ফ্রেফতার করা হয়।
র্যাব এর উপ-পরিচালক জানান, তার বাসার ২টি ফ্লাট এ সে অসামাজিক কাজের কেম্প বানিয়েছিল । বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়,
র্যাব এর জিজ্ঞাসা বাদে ফুয়াদ জানান।
ছাত্র জীবনে সে অনেক মেয়ের সাথে প্রতারনা করেছে।২০১১ সালে বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে কমিশনের মাধ্যমে এই কাজ সগুরু করেন।২০১৪ সালে ফুয়াল ইন্টারনেটের ব্য্বসা শুরু করেন এবং ২০১৬ সালেই ২টি ওয়েবসাইটের মাধ্যমে পর্ন ব্যবসা সগুরু করেন।
র্যাব এর জিজ্ঞাসা বাদে ফুয়াদ আরো জানায় যে,ওই বাড়িটি তাদের নিজেরদের,বিভিন্ন অসামাজিক কাজে ওই বাড়ির ২টি ফ্লাট ব্যবহার করা হত।এবং সেই সময় সব কর্ম
কান্ড গুলো ভিডিও করে বিভিন্ন ওয়েবসাইটে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে দিত ফুয়াদ। ফুয়াদ আরো জানায় সে ৬টি ওয়েবসাইট পরিচালনা করে থাকে।
Owners of porn sites arrested from Uttara
Bangladeshi porn site owner arrested from Uttara
Bangladeshi pornography
Tale owner arrested from Uttara. The owner's name is Fuad bin Sultan. RAB arrested him on Tuesday night on charges of holding various photographs, arrests, blackmailing and other types of pornography. RAB was raided in a house in Uttara 9 sector, when he was handed over to the hand.
RAB deputy director said that he made the camp of anti-social work at two flats in his home. On the basis of complaints of various anti-social work, his house was launched,
Apart from RAB's query, Fouad said.
In the student life, he cheated many girls. In 2011, the commission started publishing advertisements on various websites through the commission. In 2014, the Fuel started internet business and in 2016, it started panning business through 2 websites.
No comments