বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদ আর নেই
বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদ আর নেই
সোমবার আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত্যুর সময় তার বয়স ছিল ৩৬ বছর।
ইমান গত ১৫ বছর ধরে হাটতে পারেন না ,তার মোটা শরীরের জন্ন।ফলে তার শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে থাকে।
এই বছরের শুরুতে ইমানকে ভারতে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং সেখান থেকে অপরেশন করে তার শরীরের ওজন ২০০ কেজি কমানো হয়।কিন্তু তার পরেও তার ওজন অনেক থাকার কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আবুধাবির একটি হাস্পাতালে ভর্তি হন ।এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
No comments