ঈদের আগে সাড়ে বাষট্রি হাজার টাকা করে পাবে প্রত্যেক মুক্তিযোদ্ধা -আ ক ম মোজাম্মেল হক।
ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন সাড়ে বাষট্রি হাজার টাকা,বল্লেন-মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রি আ ক ম মোজাম্মেল হক।
ঈদ-উল-ফিতরের ভাতা,৩ মাসের এবং আগামী ঈদ-উল-আযহার উৎসবের ভাতা সহ মোট বাষট্রি হাজার টাকা করে পাবের সবাই,আজ মন্ত্রীর অফিসে কিছু মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দলের সাথে এ কথা বলেনে তিনি।
মন্ত্রী আরো বলেন-এ সরকার মুক্তিযোদ্ধার চেতনার সরকার।এ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এই সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ৩গুন বৃদ্ধি করেছে।চাকুরিজীবিদের মতোও মুক্তিযোদ্ধদের জন্য উৎসব ভাতা ইতি মধ্যে চালু করা হয়েছে।
এ সময় অনেক বিশিষ্ট জনরাও উপস্থিত ছিল এবং সাথে অনেক বীরমুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিল।
No comments